সোমবার সন্ধ্যা ৬:৪৫, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

সিংড়া স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 29 November, 2018.

স্টাফ রিপোর্টার নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় আবুল কালাম আজাদ (৫২) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ নভেম্বর বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে ইটালী স্কুল মাঠের পাশে আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজাদ উপজেলার ইটালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

তিনি ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ও বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নেয়ামুল আলম এভরিনিউজকে জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে কাজ শেষে ঘুমিয়ে পড়েন স্কুলশিক্ষক আজাদ। ভোরে তার স্ত্রী তাকে বাড়ির বাহিরে যেতে দেখেন। সকালে বাড়ি থেকে কিছু দূরে স্কুল ও বাজার সংলগ্ন একটি আম গাছে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।