আশুগঞ্জ লাঠির আঘাতে বৃদ্ধা নিহত
মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ১ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার খোলা পাড়া গ্রামের মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ খোলা পাড়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।
এলাকাবাসী ও পুুলিশ সূত্রে যানাযায়, আব্দুল্লাহ ঘোসল করতে যাওয়ার সময় হারুন তার বাড়ীর সামনের রাস্তা ব্যবহারে বাধা দেয়। এতে দুজনের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হারুন আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এবং তার হাতে থাকা লাঠি দিয়ে তার তলপেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার তদন্ত (ওসি ) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক হারুন পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।