টঙ্গী ২ পক্ষে সংঘর্ষে ১ জন নিহত
স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের অনুসারী দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
১ ডিসেম্বর শনিবার বেলা ১১টার পর থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই ঢাকা-ময়মনসিংহ সড়কের তুরাগ ব্রিজ থেকে টঙ্গীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
নিহত ব্যক্তির নাম- মুন্সিগঞ্জ সদর থানার মিলকিরপাড় এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে ইসমাইল মন্ডল (৫০)।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-১) এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম এভরিনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাবলিগ জামাতের সাদ ও জোবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই র্যাব পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুই পক্ষের লোকজনকে ময়দান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্ব ইজতেমা ময়দান র্যাব পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে এ ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি রাখা হয়েছে। তাদের একজনের নাম বেলাল হোসেন (৫৫) জানা গেলেও অন্যজনের পরিচয় জানা যায়নি; তার বয়স আনুমানিক ৪৫।
এছাড়া নূর হোসেন (১৮), গোলাপ মিয়া (৪১), মো. আবদুল্লাহ (২৩), মোজাম্মেল হক (২০), ইসহাক আলী (২০), শামীম হোসেন (১৯), আনিছুল হক (২৫) মাইনুদ্দিন (২১), আলমগীর হোসেন (৪৬), জসিম উদ্দিন (৫০), মাকসুদুর রহমান (২৫), হাসান আলী (৩৫), শাকিল (২৫), ইব্রাহীম (৪৫), ওমর ফারুক (৫০), নুরুল আলম (২৫), ফয়সাল (২২), মোহাম্মদ হোসেন (২৩), শাহিন (১৯), শামীম হোসেন (২০), মহিউদ্দিন (২০), আনিছুর রহমান (২৬), সরোয়ার হোসেন (৫৫), ইমাম হাসান (৪৫), বোরহান উদ্দিনসহ (২০) আরও অনেকে চিকিৎসা নিয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৩৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২ জনের মাথায় আঘাত থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।