সোমবার সন্ধ্যা ৬:২৭, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

নাসিরনগর চেইন চোর চক্রের ৩ মহিলা সদস্য আটক,পলাতক ৫

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 1 December, 2018.

মো: আব্দুল হান্নান নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর থেকে চেইন, মোবাইল ও নগদ টাকা চুরি চক্রের তিন মহিলা সদস্যকে চেইন চুরির সময় হাতপনাত আটক করে থানা পুলিশ দেয়া হয়েছে। এ সময় আরা পাঁচজন পালিয় যেতে সক্ষম হয়েছে।

১ ডিসেম্বর শনিবার দুপর ১২ টার সময় নাসিরনগর হাসপাতাল মোড়ে মমতাজ আক্তারের গলায় থেকে ১টি স্বর্নের চেইন চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা হাতে নাতে তিনজনকে আটক করে থানায় সার্পদ করে। এ সময় আরা পাঁচ জন পালিয় গেছে। আটকদের প্রত্যকের বাড়ী জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নর ধরমন্ডল গ্রামে।

তারা হলেন: ফুলবানু বেগম (৪০), স্বামী- আলমগীর মিয়া, চাঁনবানু বেগম (৩৮),পিতা- আলাই মিয়া, খুশি বেগম, স্বামী- ধনু মিয়া আর পলাতকরা হলেন রুবি আক্তার,স্বামী- মঈন উদ্দিন, নারগিস বেগম,স্বামী- হারুন মিয়া, রুনা আক্তার ,স্বামী- খুরশেদ মিয়া, নাজমা বেগম, স্বামী- আব্দুস ছাত্তার আলী,জয়নব বিবি, স্বামী- হারুন মিয়া।

এ বিষয় নাসিরনগর থানার এস, আই সাধন চৌধুরী জানান তারা চুর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধ যশোর ঝিকরগাছা, হবিগঞ্জর বাহুবল সহ দেশের বিভিন থানায় একাধিক মামলা রয়েছে। চাঁনবানুর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-২৯, তারিখ:৩০/১২/২০১৭ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হবে। তাদের বিরুদ্ধ মামলা হবে।