সোমবার রাত ১০:৩০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বেলকুচি কুয়ায় কিশোরে মরদেহ উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 4 December, 2018.

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত একটি কুয়া থেকে মোতালেব (১৬) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি উপজেলার চর ধুলগাগরাখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোতালেব ওই গ্রামের আলমের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সোমবার রাত থেকে নিখোঁজ ছিল মোতালেব। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত কুয়ায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোতালেব জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে, কুয়ায় পড়ে গিয়ে মোতালেব মারা গেছে।