পত্নীতলা আ’লীগ সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা
স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীকে (৭০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র এভরিনিউজকে জানান, রাতে বাড়িতে ঢুকে ড্রইংরুমে ইসহাকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ইসহাকের গাড়ির চালক দুলাল হোসেন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্বৃত্তদের মুখে কাপড় বাধা ছিল। ফলে প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।