ভোলা ৪৭ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার
বিভাগ সমগ্র-বাংলাদেশ,
5 December, 2018.
স্টাফ রিপোর্টার ভোলা: ভোলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ।
৫ ডিসেম্বর বুধবার দুপুরে মেঘনা নদীর তুলাতলী এলাকায় মাছ ধরার সময় জেলেদের জালে অলিভ রেডলে প্রজাতির কচ্ছপটি ধরা পড়ে।
পরে সেটি বিক্রির জন্য আনা হলে জেলে আবু সাইদের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয়রা জানান, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার জেলে আবু সাইদ ৪৭ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপটি বিক্রির চেষ্টা করছেন এমন খবর পেয়ে স্থানীয়রা বনবিভাগে খরব দেন। পরে বনবিভাগের একটি দল এসে কচ্ছপটি উদ্ধার করে বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া এভরিনিউজকে জানান, উদ্ধার হওয়া কচ্ছপটি ভোলার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় ছেড়ে দেওয়া হয়েছে।