ঢাকা ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
বিভাগ সমগ্র-বাংলাদেশ,
6 December, 2018.
ঢাকা ব্যুরো: রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় সালে আহমেদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
৬ ডিসেম্বর বৃহস্পতিবারদুপুর ১টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন রাশেদ জানান, জুরাইন রেলগেট এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সালে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না-তদন্ত জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।