নেত্রকোনায় গৃহবধূর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের বাহির চাপড়া গ্রাম থেকে মোসাম্মাৎ পারুল আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
মোসাম্মাৎ পারুল নেত্রকোনা সদরের সিংহের বাংলা ইউনিয়নের বল্লী গ্রামের সম্রাটের মেয়ে। আট বছর আগে চাপড়া গ্রামের ইট ভাটার শ্রমিক মো. আজীমের সঙ্গে তার বিয়ে হয়।
জানা যায়, দাম্পত্য আজীম ও পারুলের আজমেনা (০২) ও ফাল্গুন (০৪) নামে দু’টি কন্যা সন্তান রয়েছে। আবারো পারুল অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার রাতে বাড়ির কাছের পুকুর থেকে পারুলের মরদেহটি উদ্ধার করা হয় বলে দাবি করেন স্বামী আজীম। পরে স্ত্রীর মৃত্যুর কারণ বা রহস্য জানার চেষ্টা না করে উল্টো পুলিশ প্রশাসনের কাছ থেকে বিষয়টি আড়াল করতে তড়িঘড়ি করে মরদেহটি দাফনের প্রস্তুতি নেন আজীম ও তার পরিবারের সদস্যরা।
এরপর নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।