ফেনী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ সহোদর নিহত
বিভাগ সমগ্র-বাংলাদেশ,
14 December, 2018.
স্টাফ রিপোর্টার ফেনী: ফেনীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন।
১৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া এলাকার নুর নবী ও তার ভাই নুর মোহাম্মদ মুন্সী। এর মধ্যে মুন্সী ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল এভরিনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলটি উল্টোপথে চলে এলে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নবী নিহত হন। গুরুতর আহত মুন্সীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।