মঙ্গলবার সন্ধ্যা ৭:১৪, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

আখাউড়া অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 16 December, 2018.

স্টাফ রিপোর্টার আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় সালাম মিয়া (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

১৬ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টার দিকে পৌরশহরের কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম পৌরশহরের দেবগ্রাম গ্রামের ললু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে কলেজপাড়া সড়কে পণ্য বোঝাই ট্রাক থেকে সিমেন্ট নামানোর সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা সালামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আখাউড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) আরীফুল আমীন এভরিনিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।