মঙ্গলবার সন্ধ্যা ৭:২২, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

কোটবাড়ি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ সহোদরের মৃত্যু

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 17 December, 2018.

মো: জাকারিয়া মানিক,কুমিল্লা: কুমিল্লার কোটবাড়ি সড়কে বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিহাদ (৪) ও সিয়াম (৫) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে।

১৭ ডিসেম্বর সোমবার  বেলা সোয়া ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি সড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত সিয়াম ও জিহাদ শরীয়তপুর জেলার নাজিম উদ্দিনের ছেলে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ট্রাকে করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন নাজিম। কোটবাড়ি সড়কে আসার পর পিচ্ছিল সড়কে গাড়ির চাকা পিছলে ট্রাকটি ঘুরে গেলে দরজা খুলে দুই সহোদর রাস্তায় পড়ে যায়। এসময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।