মঙ্গলবার ভোর ৫:৩১, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঘাটাইল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রর চালক ও হেলপারসহ নিহত ৩

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 17 December, 2018.

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রর চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

১৭ ডিসেম্বর সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন- মাহিন্দ্রের চালক শামছুল হক ও সহকারী শ্যামল।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল হক এভরিনিউজকে জানান, দুপুরে পাবনা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস ঘাটাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামছুল হক নিহত ও চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সহকারী শ্যামল ও অজ্ঞাতপরিচয় আরো এক ব্যক্তির মৃত্যু হয়।