বিজয়নগর ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
বিভাগ সমগ্র-বাংলাদেশ,
18 December, 2018.
স্টাফ রিপোর্টার বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার এভরিনিউজকে জানান, রাতে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কৌশিক পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন দুই বাসের আরো অন্তত ১০ যাত্রী। নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।