কোম্পানীগঞ্জ যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাঞ্ছারামপুরে সাহাবুদ্দিন হক সাহেব (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাহাবুদ্দিন হক সাহেব কবিরহাট উপজেলার ভূইয়ারহাট গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এভরিনিউজকে জানান, রাতে দুই ডাকাত দলের অন্তঃকোন্দলের জের ধরে গুলিবিনিময় হলে সাহাবুদ্দিন হক সাহেব গুলিবিদ্ধ হন। ভোর ৪টার দিকে টহল পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে সাহাবুদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত সাহাবুদ্দিনের নামে ডাকাতি ও হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ১০টির মতো মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।