রামপাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩
স্টাফ রিপোর্টার বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
বুধবার দিনগত রাত ৩টার দিকে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল। এছাড়া অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম এভরিনিউজকে জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় ২০ জন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলয় রায় এভরিনিউজকে বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ও আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।