মঙ্গলবার ভোর ৫:১৭, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ঢাকা উত্তর ও উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি

বিভাগ রাজনীতি, 24 January, 2019.

ঢাকা ব্যুরো: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি এবং হবেও না। তাই আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত যে, আমরা এই নির্বাচনে অংশ নেব না।

এর আগে সকালে ফখরুল বলেছিলেন ডিএনসিসি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যায় তিনি দলের সিদ্ধান্তের কথা জানালেন।

গত মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মার্চ মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন হবে।