গাইবান্ধা-৩ নৌকার বিজয়
স্টাফ রিপোর্টার গাইবান্ধা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিতকৃত গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নৌকা প্রতীকের ডা. ইউনুস আলী সরকার বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ১৩২টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২১১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪৩৮৫ ভোট।
রোববার রাত সাড়ে ৮ টায় পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আইন শৃঙ্খলা রক্ষায় এবং নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিপি, আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলো। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯শ ৪১ জন।
উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বীর মৃত্যুর কারণে ৩০ ডিসেম্বর এ আসনে নির্বাচন স্থগিত করে ২৭ জানুয়ারি নির্বাচনের পুন:তফশিল ঘোষণা করে ইসি।