নাসিরনগর সংবাদ
নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অনুষ্টিত।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যান, পুরুষ ও মহিলা পদে ৩ জনের করে নাম ঘোষনা
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর: গত ২৮ জানুয়ারী সোমবার ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা স্হানীয় ইনিস্টিটিউড লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি মিলণায়তনে অনুষ্টিত হয়।এ সসময় আলহাজ্ব বি, এম, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে আহবান জানান। উপজেলা পরিষদ-নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হব।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।এ সময় উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে ৭ সদস্যের জুরি বোর্ডে সিন্ধান্ত অনুয়ায়ী উপজেলা চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মধ্যে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন,উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর মাঝে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য,উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরউদ্দিন রানা,উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব ওউপজেলা মহিলা চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর মাঝে রুবিনা আক্তার,নাসিরনগর সদর ইউপির মহিলা সদস্য পুতুল রানী দাস ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নাকে নিবার্চিত করে তাদের নাম ঘোষনা করা হয়।
নাসিরনগর গোকর্ণ ইউ/পির উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কামরুল
নাসিরনগর: জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ন ইউনিয়ন থেকে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন লড়বেন উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা কামরুল হোসেন।
এককালের সাড়া জাগানো জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের নাসিরনগর উপজেলা শাখার কামরুল আনিস জুটির সফল সভাপতি কামরুল হোসেন সোমবার ২৯ জানুয়ারী ২০১৯বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার হাত থেকে দলীয় ফরম সংগ্রহ করেন।এই সময় ব্রাহ্মনবাড়িয়া -১ নাসিরনগর জাতীয় পার্টির কান্ডারী রেজোওয়ান আহমেদ উপস্থিত ছিলেন। মোবাইল ফোনে কামরুলের সাথে যোগাযোগ করলে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী জানান নাসিরনগরের মাটি লাঙ্গলের ঘাটি, বিশেষ করে গোকর্ন ইউনিয়ন।
এখান থেকে লাঙ্গল প্রতীক নিয়ে বেশ কয়েকবার এমপি হয়েছেন মরহুম মোজাম্মেল হক কাপ্তান মিয়া।জাতীয় পার্টির নেতা মরহুম আহছানুল হক হয়েছেন উপজেলা চেয়ারম্যান।যদি সুষ্ঠু নির্বাচন হয়,তাহলে আমি নিশ্চিত বিজয় লাভ করবো বলে দাবী করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কামরুল হোসেন। সে সকলের দোয়া আর্শীবাদ সহযোগীতা ও সর্মতন প্রত্যাশা করছে।