সোমবার রাত ১১:০৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

পাথরঘাটা স্কুলছাত্রী ধর্ষণের দায়ে ১ জন যাবজ্জীবন ২ জন কারাদণ্ড

বিভাগ আইন ও বিচার, 12 March, 2019.

স্টাফ রিপোর্টার বরগুনা: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন ও দুইজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

১২ মার্চ মঙ্গলবার দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- পাথরঘাটা উপজেলার জামিরতলা গ্রামের আবদুস সত্তার হাওলাদারের ছেলে মো. রিয়াজ। ১৪ বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন-রিয়াজের সহযোগী একই গ্রামের আবদুর রহমানের ছেলে ছগির আংটি ও আফজাল খানের ছেলে মোনাবর। রায় ঘোষণার সময় মোনাবর অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, এক এসএসসি পরীক্ষার্থীকে ৩০ নভেম্বর সকাল অনুমান ৮টার সময় স্কুলে যাওয়ার সময় ওই আসামিরা অপহরণ করে নিয়ে যায়। কিছুদিন পর আসামি রিয়াজ বিয়ের নাটক করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। অপহরণ ও ধর্ষণের সহযোগিতা করে ছগির ও মোনাবর। বাদী তার মেয়েকে খুঁজে না পেয়ে পাথরঘাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে পাথরঘাটার পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে আদালতে হাজির করে।

মামলার বাদী স্কুলছাত্রীর বাবা রায়ে সন্তুষ্ট হয়েছে। আসামি রিয়াজ বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।