ব্রাহ্মণবাড়িয়া কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
বিভাগ খেলা,
21 March, 2019.
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিসব কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের লোকনাথ দীঘির টেংকের পাড় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারি চৌধুরী মন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সুহিলপুর ইউনিয়ন ১৩ পয়েন্টে নাটাই দক্ষিণ ইউনিয়নকে পরাজিত করে জয়ী হয়। বিপুল সংখ্যক দর্শক উৎসবমূখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।
প্রতিযোগিতায় সদর উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে ১১টি দল অংশগ্রহণ করছে।