বৃহস্পতিবার রাত ৮:২৭, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

মির্জা ফখরুলের বগুড়া-৬ শূন্য ঘোষণা

বিভাগ রাজনীতি, 1 May, 2019.

ঢাকা ব্যুরো: একাদশ সংসদের একটি আসন শূণ্য ঘোষণা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের আসন ৪১, বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের একাদশ সংসদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষে প্রার্থী হিসেবে বিজয় লাভ করেন।

স্পিকার বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদের (১) (ক) বিধি অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সংবিধানের তৃতীয় তফসিলে নির্ধারিত বিধান অনুযায়ী কোন সদস্য শপথ গ্রহণ করতে অসমর্থ হন, বিধায় তার আসনটি শূন্য হয়।

স্পিকার বলেন, উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) বিধি অনুযায়ী শূন্য হওয়া সম্পর্কে সংসদকে অবহিত করার বিধান রয়েছে। এ অবস্থায় শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় নির্বাচনী এলাকা ৪১, বগুড়া-৬ থেকে নির্বাচিত সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) উপবিধি অনুযায়ী এই সংসদে অবহিত করা হলো।

এখন নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।