পশ্চিম বাকলিয়ায় ভোট ২৫ জুলাই
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ২৫ জুলাই।
২৭ জুন বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এভরিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।’
এর আগে ১৭ এপ্রিল নগরের একটি বেসরকারি হাসপাতালে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর একেএম জাফরুল ইসলাম মারা যান। ১২ জুন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, পশ্চিম বাকলিয়ায় ভোটার রয়েছেন ৪৯ হাজার ৮২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৭৪৮ জন ও নারী ভোটার ২৬ হাজার ৭৭ জন।
প্রসঙ্গত, সিটি করপোরেশন আইন ২০০৯-এর ১৬ ধারা অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন পূর্বে মেয়র বা কাউন্সিলর পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে পূরণ করতে হবে। উপ-নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি অবশিষ্ট মেয়াদের জন্য ওই পদে বহাল থাকবেন।