সোমবার রাত ৮:৫১, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ করোনা সংক্রমণজনিত কারণে মারা

বিভাগ বিনোদন, 11 April, 2020.

বিনোদন রিপোর্টঃ জনপ্রিয় হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ করোনা সংক্রমণজনিত কারণে মারা গেছেন।

হলিউড রিপোর্টারকে ৭৪ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে হুগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত ১৯৯৫ সালের সিনেমা ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং গ্যারি ওল্ডম্যানের ১৯৯৭ সালের সিনেমা ‘নিল বাই মাউথ’।

হিলারি হিথের জন্ম ছিল ইংল্যান্ডের লিভারপুলে। ১৯৬৮ সালে মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’র মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।