নমিতা ঘোষের চিকিৎসায় ২১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
বিনোদন রিপোর্টঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী নমিতা ঘোষ। গুণী এই ভুগছেন ক্যান্সার ও চক্ষুরোগ সমস্যায়।
শিল্পীর ক্যান্সার ও চোখের চিকিৎসার জন্য ২১ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ২২ জুলাই এই শিল্পীকে ২১ লাখ টাকার চেক পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
নমিতা ঘোষের ক্যান্সার ও চোখের রোগে আক্রান্ত হওয়ার খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছলে তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই শিল্পীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদের মধ্যে নমিতা ঘোষ অন্যতম। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রথম নারী শিল্পী । স্বাধীনতা যুদ্ধে তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণীত করেছেন, সাহস যুগিয়েছেন।
কণ্ঠ গান তুলে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছেন। মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে যোগ দিয়ে স্বাধীনতা সংগ্রামে পরোক্ষভাবে অংশগ্রহণ করেন নমিতা ঘোষ।