চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত
বিভাগ বিনোদন,
24 July, 2020.
বিনোদন রিপোর্টঃ করোনা মহামারির মধ্যে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বারবার ছুটে বেরিয়েছেন চিত্রনায়িকা পপি। অবশেষে খবর এলো, তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বেশ কিছুদিন ধরেই পপির শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। জ্বর ও কাশি ছিল। জ্বর মাঝে কমে গেলেও শ্বাসকষ্ট বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে পরিবারের পরামর্শে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন পপি।
বুধবার ২২ জুলাই কোভিড-১৯ পজিটিভ রেজাল্ট আসে তার।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে পপি গণমাধ্যমকে জানান, এখন জ্বর ও কাশি দুটোই আছে তার। তবে শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। তাছাড়া শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন।
পপি জানান, পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে পৃথক থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
সকলের দোয়া চেয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপি।