১৮ বছর পর সরাইল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার সরাইল: দীর্ঘ ১৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
পরে দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেনকে সভাপতি ও উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদকে সাধারণ সম্পাদক করে সরাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এসময় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।