সোমবার সন্ধ্যা ৭:০৬, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ইতালি উপকূলে নৌকাডুবিতে নিহত ২

বিভাগ আন্তর্জাতিক, 6 August, 2023.

আন্তর্জাতিক রিপোর্টঃ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের পাশে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং ৩০ এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইতালির কোস্টগার্ড রোববার জানায়, তারা দুটি মরদেহের পাশাপাশি ৫৭ জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ঝোড়ো হাওয়ায় পড়ে নৌকা দুটি। একটি নৌকা থেকে ২৮ জন সাগরে নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় নৌকাটি থেকে তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে রওনা হওয়া নৌকা দুটি লোহা নির্মিত ছিল। একটিতে ৪৮ জন, আরেকটিতে ৪২ জন লোক ছিলেন বলে জানিয়েছে ইতালিয়ান বার্তা সংস্থা এনএসএ।

প্রেস অফিসার ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আইওএমর সাংস্কৃতিক মধ্যস্থতাকারীরা বিশ্বাস করেন, যে বেঁচে যাওয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

ইতালিয়ান দ্বীপ সিসিলির কাছে অ্যাগ্রিগেন্টোতে নৌকাডুবি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।