মঙ্গলবার ভোর ৫:০৬, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই,প্রধানমন্ত্রী

বিভাগ রাজনীতি, 28 October, 2023.

এভরিনিউজ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন  আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আমার একটাই কাজ দেশের মানুষের কল্যাণ করা। আর কোনো চাওয়া-পাওয়ার আমার কিছু নেই।

২৮ অক্টোবর শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’  উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে বিএনপি সরকারের পতন ঘটাবে।

একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয়-ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, বরং খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই ১৫ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, ওরা ভোট চোর, জনগণের অর্থ চোর। বিএনপি-জামায়াত মানেই হচ্ছে খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদে বিশ্বাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমার একটাই কাজ দেশের মানুষের কল্যাণ করা। আর কোনো চাওয়া-পাওয়ার আমার কিছু নেই।

প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে কর্ণফুলী টানেল, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়ন। আপনারা আমাদের কাছে ওয়াদা করেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দেবেন কি না, হাত তুলে ওয়াদা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে ওয়াদা করেন।

প্রধানমন্ত্রী বলেন, দোয়া করবেন এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। ওই লুটেরা সন্ত্রাসীদের হাতে যেন দেশ না পড়ে।

জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরপরই গাড়িবহর নিয়ে টানেলের ভেতর দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারায় যান প্রধানমন্ত্রী। টানেল পার হয়ে তিনি নিজের হাতে টোল দেন। পরে দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড মাঠে জনসমাবেশে যোগ দেন।