মঙ্গলবার রাত ১২:১৬, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

দিনাজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর জয়

বিভাগ রাজনীতি, 8 January, 2024.

উম্মে কুলসুম মৌ,বীরগঞ্জ, দিনাজপুর ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের  ৬ টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনের ফলাফলে ঘটলো বিশাল রদবদল। টানা ১৮ বছরের এমপি মনোরঞ্জন শীল গোপালকে পিছনে ফেলে স্থান দখল করলেন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র পদপ্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুনাগরিক এই নেতা নির্বাচনে দাঁড়িয়ে পেয়েছেন অসংখ্য মানুষের সমর্থন।তাঁর এই ঐতিহাসিক বিজয়ের পিছনে রয়েছে সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগিতা। এবারের নির্বাচনে দিনাজপুর-১ আসনে প্রতিযোগিতা করেছেন ৫ জন প্রার্থী। তন্মধ্যে আওয়ামী লীগ পদপ্রার্থী নৌকা প্রতীক ছিলেন মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পদপ্রার্থী হাতুড়ি প্রতীক আবদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির পদপ্রার্থী আম প্রতীক জহুরুল ইসলাম, জাতীয় পার্টির পদপ্রার্থী লাঙ্গল প্রতীক মো: শাহিনুর ইসলাম এবং স্বতন্ত্র ট্রাক প্রতীক পদপ্রার্থী মো: জাকারিয়া। বীরগঞ্জ উপজেলার ৮০ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় ট্রাক পদপ্রার্থী পেয়েছেন ৭৭,৬৬৫ টি ভোট এবং নৌকা পদপ্রার্থী পেয়েছেন ৬০,৬৯১ টি ভোট।কাহারোল উপজেলার মোট ৪৩ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় নৌকা পদপ্রার্থী পেয়েছেন ৪৫,০৩৫ টি ভোট এবং ট্রাক পদপ্রার্থী পেয়েছেন ৩৮,৫৪৪ টি ভোট। কাহারোল উপজেলায় নৌকা পদপ্রার্থী ৬,৪৯১ টি ভোটে বিজয়ী থাকলেও একদম পিছিয়ে পড়েছেন বীরগঞ্জ উপজেলায় ১৬,৯৬৪ টি ভোটে এবং ১২৩ টি কেন্দ্রে মোট ৯,০২৭ টি ভোট বেশি পেয়ে ট্রাক নির্বাচিত হয়েছে। দিনাজপুর-১ (কাহারোল – বীরগঞ্জ) আসনে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত মোট ভোট সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৫১৬ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা পদপ্রার্থীর প্রাপ্ত মোট ভোট সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৪৯৯। এছাড়াও লাঙ্গল পদপ্রার্থী পেয়েছেন ৪৮৬ টি ভোট, হাতুড়ি পদপ্রার্থী পেয়েছেন ৩৩৭ টি ভোট এবং আম প্রতীক পেয়েছেন ২৮৭ টি ভোট। দিনাজপুর- ১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা মোট ১ লক্ষ ৯৭ হাজার ২০৭ জন এবং নারী ভোটার সংখ্যা মোট ১ লক্ষ ৯৫ হাজার ৬১৯ জন এবং মোট ভোট প্রদান করেছেন ২ লক্ষ ২৫ হাজার ৭২৭ জন। নির্বাচন চলাকালীন সময়ে এই আসনে কোনোরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও দুপুরের দিকে বেড়ে গিয়েছিলো দলে দলে ভোটারদের অংশগ্রহণ এবং সকলেই উৎসবমুখর পরিবেশে ভোট উপভোগ করতে দেখা গিয়েছে।