মঙ্গলবার সকাল ৮:২৭, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

সরাইল বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় ৪ জন গ্রেফতার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 24 February, 2024.

স্টাফ রিপোর্টার সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ গোগদ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে চুরির সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে চারজনকে পুলিশের কাছে দেয়। পুলিশ মামলা করে তাদের  গ্রেফতার দেখায়।

চোর চক্রের চারজন হলেন – সরাইল সদরের তারেক মিয়া, দামাউড়া এলাকার মো. শিপন মিয়া, অরুয়াইল এলাকার হাবিব মিয়া ও নাসিরনগর এলাকার চাতলপাড় এলাকার সাদেক মিয়া।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট হাইওয়ের পাশে ইসলামাবাদ গোগদ গ্রামের পিডিবির গ্রাহকদের জন্য সেচ প্রকল্পের ট্রান্সমিটার বসানো হয়েছে। চোর চক্রের সদস্যরা শনিবার রাত ৩ টার দিকে হাইওয়ের পাশে পিকআপ গাড়িতে করে আসে। রাস্তার পাশের ট্রান্সমিটারটি খুলতে শুরু করে। এ সময় স্থানীয় কয়েকজন টের পেয়ে চোরদের চারদিকে ঘেরাও করেন।

ওসি জানান, চিৎকার শুনে হাইওয়েতে চলা গাড়ি থেকে লোকজন নেমে এসে পুলিশকে সহযোগিতা করে চার চোরকে ধরতে, কিন্তু ওই সময় চোর চক্রের অন্য সদস্যরা পিকআপ নিয়ে দ্রুত ওই জায়গা থেকে চলে যায়।

তিনি আরও বলেন, চার চোরকে স্থানীয় কয়েকজন হাতেনাতে আটক করে। তারপর পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসার পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আসামিদের আদালতে পাঠানো হবে।