সোমবার সন্ধ্যা ৬:৫৯, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

কসবা ছায়েদুল হক স্বপন ও আখাউড়ায় মনির হোসেন জয়ী

বিভাগ রাজনীতি, 22 May, 2024.

মো: আলমগীর হোসেন সাগর,ব্রাহ্মণবাড়িয়া।।ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে ছাইদুর রহমান স্বপন ও আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুলহক এম.পি’র ফুফাতো ভাই ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং মনির হোসেন আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক।

২১ মে মঙ্গলবার রাতে স্ব স্ব উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে কসবা উপজেলায় ছাইদুর রহমান স্বপন (কাপ-পিরিচ) প্রতীকে ৮৫ হাজার ৯৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট।

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মো.মনির হোসেন (ঘোড়া) প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদ হোসেন (আনারস) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৭৩ ভোট।