সোমবার দুপুর ১:৫৬, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগ

বিভাগ আইন ও বিচার, 10 August, 2024.

এভরিনিউজ রিপোর্ট: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন।

১০ আগস্ট শনিবার এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়ের সূত্র।

রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগপত্র দেওয়া হয়। এর আগে বিকেল ৩টার দিকে সচিবালয়ে প্রধান বিচারপতির পদত্যাগের তথ্য জানিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

পরে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এ খবরে দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।

পদত্যাগ করা আপিল বিভাগের পাঁচ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফরি সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. কাশেফা হোসেন।

এখন আপিল বিভাগে শুধু রইলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

সচিবালয়ে প্রধান বিচারপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরবর্তী প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা আশা করছি, এটা আজকের মধ্যেই হবে। এরপর নতুন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।