সোমবার ভোর ৫:১৫, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

আখাউড়া বিজিবির হাতে কোটি টাকার ভারতীয় পণ্যের চালান আটক

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 6 October, 2024.

মো: আলমগীর হোসেন সাগর,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন ট্যাবলেট, মদ, বিয়ার ও মোবাইল ফোনের ডিসপ্লের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার মধ্যে রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৫ অক্টোবর  রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ টার দিকে উপজেলার গংগাসাগর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ত সংলগ্ন খলাপাড়া এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় কয়েকটি কার্টুন থেকে দুই লাখ পিস বিভিন্ন ট্যাবলেট, ৬৪৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে­, ২৪ বোতল হুইস্কি ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করে। যার বাজারম‚ল্য ১ কোটি দুই লাখ ৮২ হাজার টাকা।

উদ্ধার হওয়া হুইস্কি ও বিয়ার ধ্বংস করা হবে আর অন্য মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হয়েছে।