জনগণের শক্তি নিয়ে আমরাই বিজয়ী হবো, সেতুমন্ত্রী
স্টাফ রিপোর্টার নোয়াখালী: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের শক্তি নিয়ে আমরাই বিজয়ী হবো। ভোটের মাঠে জনগণের চেয়ে বড় অস্ত্র, বড় হাতিয়ার আর কিছু নেই। জনগণের ভোটেই উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
১৯ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার ফরাজী বাজারে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন।
মন্ত্রী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মতামতের বিষয়ে বলেন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। চারজন নির্বাচন কমিশনারের মধ্যে একজনের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মতামত যেদিকে যাবে সেটিই সত্য এবং তার আলোকেই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওবায়দুল কাদের এসময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, মওদুদ সাহেবের চোখে এখন পানি আর পানি। জনসমর্থন না থাকায় নিজ বাড়িতে বসে এখন শুধু মিডিয়ার কাছে কান্নাকাটি করছেন। কিন্তু উন্নয়নের বাংলাদেশে এখন চোখের পানিতে মানুষের পেট ভরে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবও এখন কান্নাকাটি শুরু করেছেন। এসব কান্নাকাটির আড়ালে তারা অন্য মতলবে আছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের ধান্দায় আছেন। জনগণ তাদের চায় না। তারা জনগণের সঙ্গে এক ধরনের ধোকাবাজির খেলছেন।
পরে মন্ত্রী একই এলাকার টেকের বাজার, পশ্চিম দরপ নগর ও নুর সোনাপুর বাজারে গণসংযোগ ও পথসভা করেন। এসব পথসভায় তিনি ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের নানা উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
একই সঙ্গে এবার নির্বাচিত হলে প্রতিটি পরিবারে অন্তত একজন করে ব্যক্তিকে আয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ওবায়দুল কাদের এসময় সরকারের ২১ দফা ইশতেহারের মাধ্যমে জনগণ কি সুবিধা ও উপকারভোগী হবে তাও তুলে ধরেন।
এসময় তার সঙ্গে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।