মঙ্গলবার সন্ধ্যা ৬:১৯, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং

সাজাপ্রাপ্ত তারেককে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে

বিভাগ রাজনীতি, 18 January, 2019.

স্টাফ রিপোর্টার আখাউড়া: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না, সব সময় এর বিরুদ্ধে থাকব।

১৮ জানুয়ারি শুক্রবার বিকেলে আখাউড়ায় উপজেলা মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে আবার ক্ষমতায় বসিয়েছে। দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সিঁড়ি পেরুতে পেরুতে একদিন শিখরে পৌঁছে যাবে।

বিএনপি তথা ঐক্যফ্রন্টের সংলাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাদের জনগণ প্রত্যাখ্যান করেছেন তাদের সঙ্গে আবার কিসের সংলাপ।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন প্রমুখ।