বিজয়নগর স্বতন্ত্র প্রার্থীর শহরের বাড়িতে হামলা-ভাংচুর
তফাজ্জল হোসেন বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের শহরের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে দুর্বৃত্তরা।
১৮ জুন মঙ্গলবার দুপুরে জেলা শহরের হালদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা তার বাসার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে।তার বাড়ির ভাড়াটিয়া এক পুলিশ সদস্যর মোটরসাইকেল আগুনে ধরিয়ে দেয়।পরে একতলা ও দু’তলার দরজা ও জানালা ভাঙচুর করে চলে যায়।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুরের অভিযোগ করে এভরিনিউজকে বলেন, চেয়ারম্যান প্রার্থী তানভীর ভূঁইয়ার সমর্থরা তার শহরের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া (সদর ও বিজয়নগর) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির এভরিনিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখানে মোট ভোটারের সংখ্যা এক লাখ ৭১ হাজার ৩৬৩ জন।যার মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৪৯০ ও নারী ভোটার ৮৩ হাজার ৮৭৩ জন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০০ জন বিজিবি, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসারসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কোনো পদেই নির্বাচন হচ্ছে না।এ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।