বুধবার দুপুর ১২:০৩, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৫শে ডিসেম্বর, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ৬টিতে আ. লীগ, ১২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বিভাগ রাজনীতি, 6 January, 2022.

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: পঞ্চম ধাপে ৫  জানুয়ারি বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং ১২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম মোল্লা, রামরাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান সেলিম, তালশহর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম, মজলিশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান, বুধল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, নাটাই উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু ছায়েদ বিজয়ী হয়েছেন।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সুহিলপুর ইউনিয়নে আব্দুর রশীদ ভূঁইয়া, সুলতানপুর ইউনিয়নে শেখ ওমর ফারুক, মাছিহাতায় আল আমিনুল হক ও সাদেকপুর ইউনিয়নে মো. নাছির উদ্দিন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আশুগঞ্জে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আশুগঞ্জ সদর ইউনিয়নে শফিকুল ইসলাম, চরচারতলা ইউপিতে ফাইজুর রহমান, আড়াইসিধা ইউনিয়নে আবু সায়েম মিঠু, দুর্গাপুর ইউনিয়নে রাসেল মিয়া, তারুয়া ইউনিয়নে বাদল সাদির, শরীফপুর ইউনিয়নে সাইফ উদ্দিন।

আশুগঞ্জের আটটি ইউনিয়নের মধ্যে মাত্র দুটিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

তারা হলেন- তালশহর পশ্চিম ইউনিয়নে সোলাইমান মিয়া ও লালপুর ইউনিয়নে মোরশেদ মিয়া।