সোমবার রাত ১১:৪২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » রাজনীতি.

ডিএনসিসির মেয়র পদে পাঁচজনের মনোনয়ন বৈধ

ঢাকা ব্যুরো: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। আর ঋণ খেলাপির অভিযোগে জাতীয় পার্টি-জাপা প্রার্থী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ২ ফেব্রুয়ারি শনিবার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য জানান। বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান এবং আব্দুর রহিমের মনোনয়নপত্র।   গত ৩০ জানুয়ারি মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছিলেন। জমা দিয়েছেন ছয়জন। ১৮টি নতুন ওয়ার্ডে সাধারণ ও ২টি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ভোট বিস্তারিত

নেতিবাচক রাজনীতি করলে বিএনপি বিদেশি বন্ধুদের হারাবে,…

ঢাকা ব্যুরো: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। রাজনীতি জয় পরাজয় আছে। জনরায়ে ভরাডুবির কারণে নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি বিদেশি বন্ধুও হারাবে।’ ১ ফ্রেরুয়ারি শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে দেশের জনগণ আগ্রহী নয়। গত দশ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সংসদ বর্জন করা দলের জন্য ক্ষতিকর। বিএনপি যদি সংসদ বর্জনের মানসিকতা ঘটায় তাহলে সেটা তাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর। তারা সংসদে গেলে বিরোধীদের কণ্ঠ ভারী হবে। বিএনপি সংসদে সংখ্যায় কম হলেও তারা জোড়ালো ভুমিকা রাখতে পারেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে চা চক্রের আয়োজন করেছেন বিএনপি-ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ করতে পারেন। বিএনপি প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান বর্জন করেছেন এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা। বিএনপি নেতিবাচক ধারা আঁকড়ে ধরায় তারা রাজনীতিতে বিস্তারিত

ঢাকা উত্তরের মেয়র আতিক

ঢাকা ব্যুরো: ঢাকা উত্তর সিটির মেয়র পদের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো : আতিকুল ইসলাম। উত্তর সিটির ১ হাজার ২৯৫ ভোটকেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রের কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে রায় দিয়েছেন ভোটাররা। তবে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ১১১৩টি কেন্দ্রের ফলাফলে আতিকুল ইসলাম পেয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ৫৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটি-জাপার লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ৩২ হাজার ৭৬৩ ভোট। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ‘ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে উত্তর সিটি নির্বাচন কর্মকর্তা আবুল কাসেম এ ফলাফল ঘোষণা করেন। ডিএনসিসির মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান (আম) পেয়েছেন ৬১৫১ভাট, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (বাঘ)-শাহিন খান ৫৮২১, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম (টেবিল ঘড়ি) ৮৪০৪ ভোট পেয়েছেন। মেয়র পদে ভোট পড়েছে ৭ লাখ ৫৮ হাজার ৭০টি। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৭ লাখ ৪৭ হাজার ৭২৫ ভোট। বাতিল বিস্তারিত

ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে, ড. কামাল

 ঢাকা ব্যুরো: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে। এই ফ্রন্ট হলো ১৬ কোটি মানুষকে নিয়ে। সেই ঐক্য অবশ্যই আছে। ৩০ জানুয়ারি বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক হয়।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. কামাল। তিনি বলেন, এই ঐক্য তো আমাদের মধ্যে আছেই। এটা আরো সুদৃঢ়। এক নম্বর আমাদের কথা হলো-জনগণ ক্ষমতার মালিক, জনগণ জাতীয় সম্পদের মালিক। ড. কামাল আরো বলেন, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। রাস্তায় আমরা হাটি। দেখুন জিজ্ঞাসা করুন, এই দেশের মালিক জনগণ কি না। কেউ একজন কি বলবে ‘না’? গণফোরামের দুজন সদস্যের শপথ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে। একাদশ সংসদের প্রথম অধিবেশন নিয়ে বলেন, এই সংসদের ব্যাপারে সব কিছু জেনে বিচার-বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা বক্তব্য রাখব। Tweet

একক প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ, সেতুমন্ত্রী

ঢাকা ব্যুরো: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তিনি ৩০ জানুয়ারি বুধবার এক বিবৃতিতে বলেন, মনোনয়ন বোর্ড উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না। আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের গঠনতন্ত্রের ২৮(৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শের ভিত্তিতে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (৪ জন) স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্যও সংশ্লিষ্ঠদের প্রতি অনুরোধ জানান। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রার্থী তালিকার সঙ্গে পাঠানো বাধ্যতামূলক বলেও বিস্তারিত

নাসিরনগর সংবাদ

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অনুষ্টিত। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যান, পুরুষ ও মহিলা পদে ৩ জনের করে নাম ঘোষনা মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর: গত ২৮ জানুয়ারী সোমবার ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা স্হানীয় ইনিস্টিটিউড লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি মিলণায়তনে অনুষ্টিত হয়।এ সসময় আলহাজ্ব বি, এম, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে আহবান জানান। উপজেলা পরিষদ-নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হব। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।এ সময় উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে ৭ সদস্যের জুরি বোর্ডে সিন্ধান্ত অনুয়ায়ী উপজেলা চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মধ্যে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা বিস্তারিত

মানুষ পোড়ানো দল যেনো আর ক্ষমতায় না…

ঢাকা ব্যুরো: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা যেনো আর ক্ষমতায় না আসে, সেদিকে সজাগ থাকতে হবে। ২৮ জানুয়ারি সোমবার  বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আওয়ামী মোটর চালক লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন হিসেবে উল্লেখ করে ১৪ বছরের সংগ্রামের জন্য অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা যখন মোটর চালকদের রাতে গাড়ি চালানোর পর দিনে বিশ্রামের জন্য নির্দেশ দিয়েছেন, তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে একশ’ জনেরও বেশি মোটর চালককে পুড়িয়ে হত্যা করেছে। চট্টগ্রামে নিরীহ সিএনজি চালক, থেমে থাকা ট্রাক চালকসহ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস কাজ যারা করে, তাদেরকে কোনোভাবেই জনগণ গ্রহণ করতে পারে না’, বলেন হাছান মাহমুদ। দেশের অর্থনীতি ও পরিবহন ক্ষেত্রে মোটর চালকদের অবদান অপরিসীম, বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে বলেও মন্তব্য বিস্তারিত

রামগড় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী…

স্টাফ রিপোর্টার রামগড়: খাগড়াছড়ির রামগড়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। গোপন ভোটের মাধ্যমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচিত করা হয়। ২৮ জানুয়ারি সোমবার পৌর শহরের শিল্পী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দলের বর্ধিতসভায় গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন, চেয়ারম্যান পদে বিশ্ব প্রদীপ ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান পদে কাজী জিয়াউল হক শিপন, ও নারী ভাইস চেয়ারম্যান মিসেস নাসিমা আহসান নিলা। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৫৮, ৪৬ ও ৫৬। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী নূরুল আলম আলমগীর পেয়েছেন ২৫ ভোট, মোঃ রফিকুল আলম কামাল পেয়েছেন ১৫ ভোট ও মোঃ আব্দুল কাদের পেয়েছেন এক ভোট। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদের মনোনয়ন প্রার্থীদের মধ্যে নুরুল আলম জিকু পেয়েছেন ২০ ভোট, মোঃ সামসুউদ্দীন মিলন পেয়েছেন ১৫ ভোট, মোঃ আনোয়ার ফারুক পেয়েছেন ১৪ ভোট ও প্রদেশ ত্রিপুরা পেয়েছেন এক ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদের অন্যান্য প্রার্থীর মধ্যে নিউ সং চৌধুরী বিস্তারিত

গাইবান্ধা-৩ নৌকার বিজয়

স্টাফ রিপোর্টার গাইবান্ধা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিতকৃত গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নৌকা প্রতীকের ডা. ইউনুস আলী সরকার বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ১৩২টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২১১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪৩৮৫ ভোট। রোববার রাত সাড়ে ৮ টায় পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। এর আগে রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আইন শৃঙ্খলা রক্ষায় এবং নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করতে পুলিশ, র‌্যাব, বিজিপি, আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলো। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯শ ৪১ জন। উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বীর মৃত্যুর কারণে ৩০ ডিসেম্বর এ আসনে নির্বাচন স্থগিত করে ২৭ জানুয়ারি নির্বাচনের পুন:তফশিল ঘোষণা করে ইসি। Tweet

গাইবান্ধা-৩ আসনে ভোট রোববার

ঢাকা ব্যুরো: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি রোববার । সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দেশের ২৯৯ আসনে নির্বাচন হলেও ওই আসনে নির্বাচন হয়নি। ভোট উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মতিন জানিয়েছেন, ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের নিয়োজিত করা হয়েছে। নির্বাচনে ২ হাজার ৫শ’ পুলিশ, ২০ প্লাটুন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য (র‌্যাব), ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ১ হাজার ৫৮৪ জন আনসার-ভিডিপি সদস্য সদা তৎপর থাকবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী হলেন-আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)। এই নির্বাচনী এলাকায় ৪ লাখ ১১ হাজার ৮৫৪ বিস্তারিত