সোমবার রাত ৪:৩২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিভাগ » আন্তর্জাতিক.

মালি বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক রিপোর্ট: মালিতে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার ৩০ আগস্ট এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে মন্ত্রণালয় জানায়, বাসটি ফানা থেকে বামাকোর উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত চলছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা একেবারে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানোই এর প্রধান কারণ হিসেবে মনে করা হয়। Tweet

ভারতে ১৫৬ ধরনের ‘ককটেল’ ওষুধ নিষিদ্ধ

আন্তর্জাতিক রিপোর্ট: ভারতে জ্বর, সর্দি-কাশি, ব্যথা ও অ্যালার্জির জন্য ব্যবহৃত ১৫৬টি গুরুত্বপূর্ণ ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সদ্য বাতিল হওয়া ওষুধগুলোর প্রত্যেকটিই অতিপরিচিত ও বহুল ব্যবহৃত ওষুধ। আনন্দবাজার পত্রিকা শনিবার ২৪ আগস্ট জানিয়েছে, গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ‘ককটেল’ ওষুধগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকর। এগুলোর প্রতিটিই ‘ফিক্সড ডোজ কম্বিনেশন’ (এফডিসি) ওষুধ। ককটেল মানে হলো একটি ওষুধের মধ্যে অনেক ওষুধের মিশ্রণ। বিশেষজ্ঞ টিম ওষুধগুলো পরীক্ষা করে দেখেছে এগুলো রোগীদের জন্য ঠিক নয়। ব্যথা কমানোর ওষুধে রয়েছে ৫০ মিলিগ্রাম অ্যাসিক্লোফেন্যাক এবং ১২৫ মিলিগ্রাম প্যারাসিটামল—যা দুটি আলাদা আলাদা শারীরিক সমস্যার জন্য ব্যবহৃত হয়। তা ছাড়া রয়েছে সর্দি-জ্বরের অ্যান্টিবায়োটিক, পেইনকিলার, মাল্টিভিটামিন, মেফেনামিক অ্যাসিড, প্যারাসিটামল ইনজেকশন, লিভোসেট্রিজাইন, ফেনিলেফ্রিন এইচসিএল, প্যারাসিটামল, ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড ২৫ এমজি, প্যারাসিটামল ৩০০ এমজি, প্যারাসিটামল, ক্লোরফেনির্মাইন মালেট, ফেনিল প্রোপানোলামিনসহ একাধিক। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, বৃহত্তর জনস্বার্থে দেশের ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী এই সব ওষুধের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগেও ২০২৩ সালে ৩৪৪টি বিস্তারিত

জার্মানিতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩

আন্তর্জাতিক রিপোর্ট: জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ আগস্ট স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটে। শিল্পসমৃদ্ধ জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা। সেখানেই হামলাটি চালানো হয়। হামলায় আহত আরও চার জনের অবস্থা গুরুতর। জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, উৎসবে আসা লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি। হামলাকারোকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে জার্মান পুলিশ। নগর কর্তৃপক্ষ লোকজনকে ফ্রনহফ মার্কেট এলাকা ছেড়ে যেতে বলেছে। সন্দেহভাজনকে খুঁজতে স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের সঙ্গে নিয়ে ৪০টি কৌশলগত যানবাহন মোতায়েন করেছে। তিন দিন ধরে চলার কথা ছিল এবং শহরটি প্রতি রাতে প্রায় ২৫ হাজার লোক সমাগমের অনুমান করা হচ্ছিল। শুক্রবারের ফ্রি ইভেন্টে কয়েক হাজার লোক ছিল। হামলার পর উৎসবটি বাতিল করা হয়েছে। Tweet

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ ভারতীয়…

আন্তর্জাতিক রিপোর্ট: নেপালে তনহু জেলার মারশিয়াংড়ি নদীতে যাত্রীবোঝাই একটি বাস পড়ে গেছে। এই ঘটনায় এরই মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন এবং তারা সবাই ভারতীয় বলে জানা গেছে। খবর বিবিসির শুক্রবার ২৩ আগস্ট ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে বাসটি কীভাবে নদীতে গিয়ে পড়লো, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। তনহু জেলার ডিএসপি দীপকুমার রায়া ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানিয়েছেন, বাসটি ভারতের উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার একটি মেডিকেল দল নিয়ে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম ও রাজ্যের কোনো বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন তার রাজ্যের বাসিন্দা। এক এক্সবার্তায় তিনি লেখেন, ‘আমরা নেপাল সরকারের সাথে সমন্বয় বিস্তারিত

ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৫

আন্তর্জাতিক রিপোর্ট: গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। হাসপাতাল সূত্র আল জাজিরাকে এমনটি  জানিয়েছে। জ্বালানি ঘাটতির কারণে শিশুরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে হাসপাতালগুলো। সোমবারের হতাহতদের মধ্যে ১৩ জন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। আল জাজিরা অ্যারাবিকের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পশ্চিম দিকে জাতিসংঘ পরিচালিত শাতি শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৯ জনের প্রাণ যায়। গাজা সিটির উত্তর দিকে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে অন্তত চারজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র (প্যালইনফো) এমনটি জানিয়েছে। এটি আরও বলছে, গাজা সিটির দক্ষিণ দিকের সাবরা অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বাড়িতে বাড়িতে  গুলি করছিল। উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া আল জাজিরাকে বলেন,  ১১ শিশু নার্সারি ও নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে রয়েছে। জ্বালানি স্বল্পতায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যুঝুঁকি রয়েছে। গাজা থেক আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি বলেন, আবু সাফিয়া সতর্ক করে দিয়ে বলেন, শিশুদের মধ্যে নবজাতকরা বিস্তারিত

গাজায় ৬ জিম্মির মরদেহ পেল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক রিপোর্ট: ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা গাজার খান ইউনিসে ছয় জিম্মির মরদেহ পেয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে আড়াইশর বেশি লোককে জিম্মি করে গাজায় নিয়ে যায়। সামরিক এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণ দিকে খান ইউনিস শহরে এক অভিযানে তারা ছয় জিম্মির মরদেহ পেয়েছে। যাদের মরদেহ পাওয়া গেছে, তারা হলেন ৭৫ বছর বয়সী অ্যালেক্স ড্যান্সিগ, ৭৮ বছর বয়সী আবরাহাম মুন্ডার, ৩৫ বছর বয়সী ইয়াগেভ বুচস্টভ, ৫১ বছর বয়সী নাদভ পপলওয়েল, ৭৯ বছর বয়সী চাইম পেরি ও ৮০ বছর বয়সী ইয়োরাম মেৎজার। । রাতভর যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও ইরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত। বিবৃতিতে এমনটি জানানো হয়। মরদেহ শনাক্ত করার পর তাদের পরিবারকে জানানো হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ৩৪ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০ হাজার ১৭৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৯২ হাজার ৮৫৭ জন। Tweet

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬২

আন্তর্জাতিক রিপোর্ট: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে উড়োজাহাজে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৬২ জন। উড়োজাহাজে থাকা কোনো ব্যক্তিই বেঁচে ফিরতে পারেননি। যা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।ভোপাস এয়ারলাইন জানায়, জোড়া ইঞ্জিনের টারবোপ্রোপ প্লেনটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার কাসকাভেল শহর থেকে সাও পাওলো রাজ্যের প্রধান বিমানবন্দরের দিকে আসছিল। কিন্তু ভিনহেদো শহরে আসতেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে পাক-খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উড়োজাহাজে ভেতর যাত্রী ছিলেন ৫৮ জন এবং বাকি চার জন ছিলেন ক্রু সদস্য। কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয়। তবে এলাকায় থাকা কোনো ব্যক্তিই এর ফলে আহত হননি। শুধু একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ঘরের বাসিন্দাদের ওপর কোনো আঁচ পড়েনি। যদিও এলাকাটিতে নিমিষেই ছড়িয়ে পড়ে আগুনের ধোঁয়া। যে কারণে সঙ্গে সঙ্গেই জানানো হয় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় হাসপাতালকে। ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার২৪ এর মতে, উড়োজাহাজটি তৈরি হয়েছিল ২০১০ সালে এবং কাসকাভেল ছেড়ে যায় স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে। উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি থেকে সবশেষ সিগন্যাল পাওয়া যায়। এ দুর্ঘটনায় একটি অনুষ্ঠানে বিস্তারিত

গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক

আন্তর্জাতিক রিপোর্ট: গাজার একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় ১শ জনের বেশি নিহত হয়েছে। ফিলিস্তিনি সরকারী বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হামলা চালিয়েছে। এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন, গাজা শহরের আল-সাহাবা এলাকায় আল-তাবাই’ইন স্কুলে ইসরায়েলি বোমা হামলায় চল্লিশজন শহীদ এবং কয়েক ডজন আহত হয়েছে। এই হামলার আগে গাজায় আরেকটি ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়, যার মধ্যে খান ইউনিসের ১৯ জন রয়েছে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ৬০ থেকে ৭০ হাজার লোককে দক্ষিণ গাজার খান ইউনিস থেকে ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ আল-মাওয়াসি এলাকার দিকে সরিয়ে নিতে বাধ্য করেছে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী এসব দেশ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের ১৫ আগস্ট থেকে আবারও আলোচনা বিস্তারিত

কাতারে হামাস নেতা হানিয়ার জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক রিপোর্ট: নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয়েছে কাতারে। শুক্রবার তার জানাজা সম্পন্ন হয়। দুদিন আগে ইরানের রাজধানী তেহরানে তিনি হামলায় মারা যান। হামাস এ হামলার দায় ইসরায়েলের ওপর চাপিয়েছে। তবে ইসরায়েল দায় অস্বীকার কিংবা স্বীকার করেনি। রাজধানী দোহার ঠিক উত্তরে একটি বড় মসজিদে অনুষ্ঠিত জানাজায় উপস্থিতদের মধ্যে ছিলেন খালেদ মেশাল, যিনি হামাসের নতুন নেতা হতে চলেছেন। হামাসের অন্যান্য শীর্ষ নেতা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি জানাজায় অংশ নেন। হানিয়ার কফিন মসজিদে নেওয়ার সময় ফিলিস্তিনের পতাকায় ঢাকা ছিল। তার সঙ্গে ছিল দেহরক্ষীর কফিনও। ইসমাইল হানিয়া দোহার উত্তরের দিকের শহর লুসাইলের একটি সমাধিক্ষেত্রে সমাহিত হবেন। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে ফোনে বলেন, দখলদারদের (ইসরায়েল) প্রতি আজ আমাদের বার্তা, তোমরা কাদার গভীরে ডুবছো, তোমরা ধ্বংসের কাছাকাছি। হানিয়ার রক্ত সব হিসাব পাল্টে দেবে। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনষ্ঠানে যোগ দিতে তেহরান যান হামাস নেতা ইসমাইল হানিয়া। সেখানে রাষ্ট্রীয় অতিথিশালায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। তার সঙ্গে বিস্তারিত

ইউক্রেনে পৌঁছাল এফ-১৬ যুদ্ধবিমান

আন্তর্জাতিক রিপোর্ট: ইউক্রেনে পৌঁছাল এফ-১৬ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি এসব যুদ্ধবিমান ইউক্রেনের হাতে তুলে দেয়নি। কারণ, নিয়ম অনুযায়ী সে কাজ তারা করতে পারে না। যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিমান পাঠায় ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে। এ দুই দেশ প্রথম ব্যাচের এফ-১৬ বিমান পাঠিয়েছে ইউক্রেনকে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম ব্যাচ ইউক্রেনে পৌঁছেছে। নরওয়ে ও বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ দেবে বলে জানিয়েছে। সাধারণত এফ-১৬ চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের নয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ক্রেমলিনের দাবি, এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি এফ-১৬ বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সব মিলিয়ে ১৩০টি এফ-১৬ বিমান প্রয়োজন তার। এসব যুদ্ধবিমানের সাহায্যে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে। তিনি মনে করেন, এফ-১৬ বিমান আকাশে টহল দিতে শুরু করলে রাশিয়ার বোমারু বিমান ইউক্রেনের আকাশে প্রবেশ করতে পারবে না। এদিকে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া বিস্তারিত