সোমবার সকাল ৯:৫০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিজয়নগরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 30 November, 2018.

স্টাফ রিপোর্টার বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার চান্দুরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক পণ্য, স্বর্ণালংকার, ওষুধ ও কসমেটিক্সের দোকান রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চান্দুরা বাজারের একটি ইলেক্ট্রনিক পণ্যের দোকানে আগুন লাগে। পরে সেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ১০টি দোকান পুড়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।