সোমবার দুপুর ২:২৮, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

নারায়ণগঞ্জে এসপি হারুনকে বদলি

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 2 December, 2018.

ঢাকা ব্যুরো: ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) ও গাজীপুরের সাবেক এসপি মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে।

২ ডিসেম্বর রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন (ইসি) তার এই বদলি সংক্রান্ত নথিতে অনুমোদন দেয়।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। তিনি নথিতে উল্লেখ করেছেন, ভোটের আগে এসপি হারুনকে নারায়ণগঞ্জ বদলি করা ঠিক হবে না। ৩০ ডিসেম্বর ভোটের পর বদলি করা যেতে পারে। তবে তাঁর আপত্তি টিকেনি। অন্য চারজন কমিশনারের বদলির পক্ষে একমত থাকায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হারুনকে নারায়ণগঞ্জে বদলি অনুমোদন দেয়া হয়।

এছাড়াও নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে পুলিশ হেড কোয়ার্টারে এআইজি পদে ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ পুলিশ মহপরিদর্শক মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমানকে বদলির জন্য ২০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দাবি জানানো হয়। সে সময় ২০ দলীয় জোটের অভিযোগপত্রে উল্লিখিত হয়, নারায়ণগঞ্জের এসপি আনিসুর রহমান বর্তমান সংসদের একজন সংসদ সদস্যের স্বামী হওয়ায় এখানে তার দ্বারা নির্বাচন প্রভাবিত হতে পারে। নির্বাচন কমিশন তাত্ক্ষণিকভাবে তাদের এই দাবির ব্যাপারে সাড়া দেয়। তাকে প্রত্যাহার করে প্রথমে পুলিশ হেড কোয়ার্টারে নেওয়া হয়। এরপর রবিবার তাকে এআইজি পদে পদায়ন করা হয়েছে।