সোমবার বিকাল ৩:০১, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

সোহরাওয়ার্দীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ১০ ডিসেম্বর

বিভাগ রাজনীতি, 6 December, 2018.

ঢাকা ব্যুরো: আগামী ১০ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।
৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ জনসভার ঘোষণা দেন।
রিজভী বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করে আবারও ক্ষমতায় আসার জন্য নানা কলাকৌশল ও নীলনক্সা তৈরি করেছে এ ‘অবৈধ’ সরকার। আর এ প্রহসনের অংশ হিসেবেই সরকার গায়ের জোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চালাচ্ছে। বিপুল জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া আর জনগণকেই শেখ হাসিনার সবচেয়ে বড় ভয়, তাই আইন-ন্যায়বিচারের তোয়াক্কা না করে সরকার খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।