সোমবার বিকাল ৩:১২, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 7 December, 2018.

ঢাকা ব্যুরো: রাজধানীর মহাখালীতে রাকিব (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত যুবক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেন তার পরিচিতজনরা। এ ঘটনায় নুরুল ইসলাম নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।

নিহতের পিতার নাম আলতাফ হোসেন। তার বাড়ি বরিশালে বলে জানা যায়।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সিএনজিচালক নাসির নামে এক যুবক রাকিবকে উদ্ধার করে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।

নাসির আরো জানান, নিহত রাকিব মহাখালীর ১৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পিছনে তাদের বাসা। ওই কলোনি এলাকায় কে বা কারা তাকে কুপিয়েছে সে বলতে পারে না পরে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি (অপরেশনস) সায়হান ওলি উল্লা এভরিনিউজকে জানান, পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।