নাসিরনগর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছ আ-লীগ ও বিএনপি বড় দুই দল
মো: আব্দুল হান্নান,নাসিরনগর: ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ, ১০ ডিসেম্বর মঙ্গলার নির্বাচন কমিশন থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন। তারা হলেন মহাজাট তথা আ-লীগ মনানীত প্রার্থী আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ( নৌকা) ও বিএনপি মনানীত প্রার্থী আলহাজ্ব এস,এ ক একরামুজ্জুামান (সূখন) ধানের শীষ। ইসলামী ফ্রট মনোনীত প্রার্থী আলহাজ্ব এডঃ ইসলাম উদ্দিন দুলাল মোমবাতি, ইসলামী ঐক্যজাট প্রার্থী মাওলানা আবুল কাশেম মো: আশ্ররাফুল হক মিনার, ইসলামী আদাল তথা চরমানাই মনোনীত প্রার্থী হোসাইন আহমদ হাত পাখা, বিজেপি মনোনীত প্রার্থী মো: ফায়জুল হক পেয়েছেন গরুর গাড়ী।
১১ ডিসম্বর প্রচারণার ১ম দিন নির্বাচনী আচরণ বিধি মন প্রচারণায় নামছেন আওয়ামীলীগ ও বিএনপি মনানীত প্রার্থীরা। সাধারণ ভাটাদের মাঝে বইছে আনদ। ১১ ডিসম্বর প্রচারণায় ১ম দিন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হাসন সংগ্রাম উপজেলার চাতলপাড় ইউনিয়ন থেকে প্রচারণা শুরু কর ২৭ ডিসম্বর নাসিরনগর সদর ইউনিয়ন প্রচারণা শেষ করার সিডিউল ঘোষনা করেছেন। অপরদিক বাংলাদশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনানীত প্রার্থী আলহাজ্ব এস, এ, ক একরামুজ্জামান সূখন প্রচারণার ১ম দিন নিজ ইউনিয়ন চাপরতলা থেকে শুরু কর ২৭ ডিসম্বর গাকর্ণ ইউনিয়ন শেষ করার সময় সূচী ঘোষনা করেছেন।
অন্যদিক অপর চার প্রার্থী আলহাজ্ব এডঃ ইসলাম উদ্দিন দুলাল, মাওলানা আবুল কাশেম মো: আশ্ররাফুল হক, হাসাইন আহমদ, মো: ফায়জুল হককে ১ম দিন প্রচার প্রচারণার সিডিউল ঘোষনা করতে বা নির্বাচনী প্রচারণা করতে দখা যায়নি।