সোমবার সন্ধ্যা ৬:৪৩, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

বিজয়নগর কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 14 December, 2018.

স্টাফ রিপোর্টার বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় জনি (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

১৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সে গ্রামের একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে পড়তো।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার এভরিনিউজকে জানান, বিকেলে মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান জনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে।