সোমবার রাত ১০:৫০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

পুরান ঢাকা বাসা থেকে গ্রেনেড ও জ্যামার উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 15 December, 2018.

ঢাকা ব্যুরো: রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকার একটি বাসা থেকে বেশ কিছু গ্রেনেড ও জ্যামার উদ্ধার করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

১৫ ডিসেম্বর শনিবার দুপুরে ওয়ারীর গোয়ালঘাট লেনের একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে বেশ কিছু গ্রেনেড ও জ্যামার উদ্ধার করা হয়েছে। বাসাটিতে বোমা তৈরির বিপুল পরিমার সরঞ্জাম রয়েছে।

তিনি জানান, অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।