সোমবার রাত ১১:০০, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

শাহজাদপুর যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 15 December, 2018.

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের ভেন্নাগাছী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এভরিনিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, সকালে ভেন্নাগাছীর একটি ক্ষেতের মধ্যে ওই যুবকের গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।