সোমবার রাত ১১:৪৩, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

আড়াইহাজার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিভাগ সমগ্র-বাংলাদেশ, 17 December, 2018.

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রুমি আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৭ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার লক্ষীবরদী গ্রামের নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুমি ওই গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ এভরিনিউজকে জানান, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী মোল্লার চর গ্রামের মজিবুর রহমানের মেয়ে রুমির সঙ্গে লক্ষীবরদী গ্রামের আলী হোসেনের ছেলে সাখাওয়াতের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।