ব্রাহ্মণবাড়িয়ায় মোকতাদির চৌধুরীকে ফুলেল ‘নৌকা প্রতিক’ দিয়ে শুভেচ্ছা
বিভাগ সমগ্র-বাংলাদেশ,
17 December, 2018.
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া: ১৭ ডিসেম্বর শনিবার বিকালে শহরের হালদারপাড়াস্থ স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ফুলেল ‘নৌকা প্রতিক’ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি ইসরাত জাহান ইয়াসমিন, মহিলা নেত্রী জেবা আক্তার, মর্জিনাসহ জাপার একাংশের প্রায় অর্ধশতাধিক মহিলা জাতীয় পার্টি ও তাদের গণজাগরণী উন্নয়ন মহিলা সংস্থার সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা মহাজোটের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বিজয়ী করতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মহিলা জাতীয় পার্টি ও তাদের গণজাগরণী উন্নয়ন মহিলা সংস্থার সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।